খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা কর্তৃক সংসদে দেয়া অসত্য ও বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও পার্বত্য চট্টগ্রাম ত্যাগসহ ৪ দফা দাবিতে খাগড়াছড়িতে পার্বত্য অধিকার ফোরাম কর্তৃক ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ স্থগিত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ পালনের ঘোষণা দিলেও মধ্য রাতে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সংগঠনটির সাধারন সম্পাদক মাসুদ রানা।
মাসুম রানা তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা খাগড়াছড়ি ছাড়ার কথা প্রশাসনকে জানিয়েছেন, এই কারণে কাল রোববার এর অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
এরআগে, শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার দুপুর ১টার মধ্যে সংসদ সদস্য বাসন্তী চাকমাকে পার্বত্য চট্টগ্রাম ত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয় এবং পাহাড় ত্যাগ না করলে রোববার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ও পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী একাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের নারী আসনের সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী ও সেনা বাহিনীকে নিয়ে দেওয়া অসত্য বক্তব্যকে ঘিরে অশান্ত হয়ে পড়ে পাহাড়ী এই জনপদ।
