কৃষি শুমারি উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালী
 
                 
নিউজ ডেস্কঃ
কৃষি শুমারি ২০১৯ উপলক্ষ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
“কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে জেলা শহরের গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বর ঘুরে পৌর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠানে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ এইচ এম ওহিদুজ্জামান, পরিসংখ্যান তদন্তকারী দিলীপ কুমার দাস, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আজিজ, মো: আসাদুজ্জামান, ডাটা এন্টি অপারেটর অঞ্জন দত্তসহ কর্মকর্তাবৃন্দ ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএও গাইডলাইন মোতাবেক এই কৃষি শুমারি পরিচালিত হবে। সর্বশেষ ২০০৮ সালে সব শহর ও পল্লী এলাকায় কৃষি খানাভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়।
