৩৬ লাখ টাকার হেরোইনসহ দুই নারী মাদক কারবারি আটক - Southeast Asia Journal

৩৬ লাখ টাকার হেরোইনসহ দুই নারী মাদক কারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু পশ্চিম গোল চত্বরে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকার হেরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শনিবার (১ এপ্রিল) ভোরে র‌্যাব-১২-এর একটি টিম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অভিযান চালায়। তখন ৩৬৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইলের ইমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম (৫০) ও ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আসামিরা দীর্ঘদিন ধওে লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।