নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে বিজিবি কর্তৃক ৩০০ অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে বিজিবি কর্তৃক ৩০০ অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির উদ্যোগে ৩০০ গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগী বিতরণ করা হয়েছে। একই দিন সচেতন মহলকে নিয়ে চোরাচালান এবং আইন-শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আইন-শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। এসময় তিনি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকের কুফলে সমাজের ক্ষতিকর প্রভাব, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তিনি সীমান্তবর্তী জনসাধারণ যাতে অপরাধ এবং চোরাচালানের থেকে দূরে থাকে, সে বিষয়ে সকল জনপ্রতিনিধিকে সহযোগিতা করার আহ্বান জানান।