গুইমারায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ১০ তম সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
গুইমারায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ১০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজের মারমা ছাত্র/ছাত্রীরা নানান সাজ পোশাকে সোমবার সকাল থেকে উপজেলা টাউন হলের সামনে উপস্থিত হতে শুরু করেন।
খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের গুইমারা উপজেলা কমিটির ১০ তম “বার্ষিক সম্মেলন ”২০১৯ সম্পন্ন করেন।
শুরুতে পৃথক ভাবে বাংলাদেশের জাতীয় সংগীত ও মারমা সম্প্রদায়ের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও মারমা জাতীর পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি মংপ্র চৌধুরী ।
সম্মেলনে বর্তমান ইউপি সদস্য তানিমং মারমাকে সভাপতি মিনু মারমাকে সম্পাদক এবং কংজরী মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষনা করা হয়।
এর আগে টাউন হল প্রাঙ্গন থেকে একটি র্যালি হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার টাউন হলে এসে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
এছাড়াও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।