রাঙামাটিতে মৎস্য ও প্রাণীসম্পদ কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
![]()
নিউজ ডেস্কঃ
রাঙামাটি মৎস্য অফিসের ব্যবস্থ্যাপনায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি মৎস্য অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
এসময় তিনি বলেন, এদেশের সাধারণ মানুষকে মৎস্য সম্পদের যথাযথ বংশ বৃদ্ধি তথা মৎস্য চাষের সার্বিক ও বিজ্ঞান সম্মত উপায় সম্পর্কে অবহিত করা আমাদের মূল দায়িত্ব। তিনি বলেন, পাহাড়ী পরিবেশ যথাযথ অক্ষুন্ন রেখে পেশায় টিকে থাকার মতো ধৈর্যশীল অথচ বাস্তবতা সম্মন্ন কর্মপন্থা নির্ধারনই পারে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। এর অন্যথা ঘটলে কাঙ্খিত সুন্দর জীবন-যাপন কোনদিনই সম্ভব নয়। তাই সরকারী কর্মকর্তা-কর্মচারীরা যেমন তাঁদের দায়িত্ব পালনে সরকারের বিধিবিধান মেনে জনকল্যাণমূলক রাষ্ট্রগঠনে এগিয়ে আসতে তৎপর হবেন। তেমনিভাবে জনপ্রতিনিধিবৃন্দ তাঁদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবর কুমার চাকমাসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ৫ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মোট ২৮ জন কর্মচারী অংশগ্রহণ করেছেন।