বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের নামে সোনামিয়া টিলার ভূমি রক্ষায় বৈঠক - Southeast Asia Journal

বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের নামে সোনামিয়া টিলার ভূমি রক্ষায় বৈঠক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় অনুষ্ঠানের নামে একটি বৌদ্ধ বিহারে বসে বাবুছড়া সোনামিয়া টিলার ভূমি রক্ষার জন্য উপজাতিদের উস্কানী দেবার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ বিকেলে সোনামিয়া টিলাস্থ বন বিহারে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ চাকমার নেতৃত্বে বাবুছড়া এলাকার হেডম্যান, কার্বারী, শিক্ষক, উপজাতি ব্যবসায়ীদের নিয়ে সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটি গঠন করার উদ্দেশ্যে একটি জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে পূজা উদযাপন কমিটির আহবায়ক তরুন তপন চাকমা, যুগ্ন আহবায়ক গৌফা দেবী চাকমা, সদস্য গগন বিকাশ চাকমা, দেবীতন চাকমা, জোসনা চাকমা, প্রতিভা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ধর্মীয় অনুষ্ঠানের নামে উপজাতি লোকজনকে একত্রে করে সোনামিয়া টিলা রক্ষার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। যাতে সরকার বা প্রশাসন সোনামিয়া টিলায় কোন বাঙ্গালীকে পূনর্বাসন করতে না পারে।

এছাড়া খবর পাওয়া গেছে, সম্প্রতি সোনামিয়া টিলার বিভিন্ন স্থানে খুঁটি লাগিয়ে উপজাতিরা বাঙ্গালীদের রেকর্ডীয় ভূমি দখলে নিয়ে নিচ্ছে।