চালকের অন্তরালে সন্ত্রাসী কর্মকান্ড, যৌথ অভিযানে প্রসীত পন্থি ইউপিডিএফ সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

চালকের অন্তরালে সন্ত্রাসী কর্মকান্ড, যৌথ অভিযানে প্রসীত পন্থি ইউপিডিএফ সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটি জেলা সদরের মানিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র শাখার সদস্য সুজল চাকমা (৩৫) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

জানা যায়, আটককৃত সুজল চাকমা দীর্ঘদিন যাবৎ সিএনজি অটোরিক্সা চালানোর আড়ালে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)’র হয়ে গুপ্তচরবৃত্তি ও চাঁদাবাজিতে জড়িত ছিলো।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ইউপিডিএফ মূল দলের সশস্ত্র গ্রুপের সদস্যদের মাইক্রো চালক হিসেবে নিয়োজিত ছিল সুজল চাকমা। গত কয়েক মাস আগে মাইক্রোবাস নষ্ট হয়ে যাওয়ার পর থেকে সুজল ইউপিডিএফ’র সশস্ত্র গ্রুপদের যায়াতের সুবিধার্তে অটোরিক্সা ব্যবহার করছে। এছাড়া গাড়ি চালানোর পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের গতিবিধির উপর নজরদারি এবং সশস্ত্র গ্রুপদের কাছে তথ্য আদান-প্রদান করতেন।

মঙ্গলবার সকালে মানিকছড়ি এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র শাখার সদস্য সুজল চাকমা অটোরিক্সা (সিএনজি) চালাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ওই এলাকায় অভিযানে নামে। অভিযান চালিয়ে সুজলকে একটি সিএনজি অটোরিক্সাসহ আটক করা হয়।

যৌথবাহিনী জানিয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।