রোয়াংছড়িতে ইয়াবাসহ দুই এমএলপি সদস্য আটক
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের রোয়াংছড়িতে ২ হাজার পিস ইয়াবাসহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন আর্মি (এমএলপি)’র ২ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার উজানী পাড়া বৌদ্ধ বিহারের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে থেকে থানচি উপজেলার ছোট মদকের বাসিন্দার মংক্য চিং মারমা (২৪) এবং মিয়ানমারের নাগরিক ম্যক্যই থোয়াই (২৩) কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জানা গেছে, আটককৃত দুজনই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন পার্টির (এমএলপি) সক্রিয় সদস্য।
ডিবি পুলিশের কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুজনই আরাকান লিবারেশন পার্টির সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধমে জেল হাজতে প্রেরণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।