ভান্তে কর্তৃক জবরদখলকৃত ভূমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানে বৌদ্ধ ভান্তে কর্তৃক জবরদখলকৃত ভূমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ ই জুন বুধবার সকাল ১১ টায় বান্দরবান রাজার মাঠ সংলগ্ন রি সং সং রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন জবরদখলকৃত ভূমির মালিকরা।
বাংলাদেশ বড়ুয়া কল্যাণ কমিটির সভাপতি দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের ফাদার ডি রোজারিও।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলার রাজকুমার হেডম্যান মিনু মং প্রু সহ বান্দরবান জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জমির প্রকৃত মালিকগন সবাই তাদের বক্তব্য তুলে ধরেন। তারা জানান পূর্ব বংশীয় সূত্র মতে তারা এই সব জায়গায় বসবাস করে আসছে কিন্তু বান্দরবানে রাম যাদির ধর্মীয় গুরু ভান্তে উপঞ্চা জোত মহাথেরো প্রকাশ উচাহ্লা ভান্তে মন্দিরের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের জায়গা জোরপূর্বক দখল করছে, সেই সাথে বান্দরবান খ্রিস্টান মিশনারির বিশাল জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে।
খ্রিস্টান মিশনারির ফাদার ডি রোজারিও জানান, তারা সকল জায়গার কাগজপত্র এবং রেজিস্ট্রিসহ প্রশাসনের কাছে সকল বৈধতা তুলে ধরেন তবুও তারা প্রশাসনের কাছে ভালো কোন ফলাফল পাননি। তারা তাদের জায়গায় পরিদর্শন করতে গেলে ভান্তের লোকজন তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে এবং প্রতিবাদ জানালে তাদের উপর বিভিন্ন খারাপ লোকজনের মাধ্যমে নির্যাতন চালানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত জমির ভুক্তভোগী প্রকৃত মালিকরা তাদের ভূমি ফিরে পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানান এবং পরবর্তীতে যাতে কোন নির্যাতন চালাতে না পারে সেজন্য প্রশাসনের কাছে তারা প্রত্যেকে সার্বিকভাবে সহযোগিতা কামনা করেন।