রামগড়ে বিজিবির অভিযানে ইয়াবা ও পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ - Southeast Asia Journal

রামগড়ে বিজিবির অভিযানে ইয়াবা ও পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ইয়াবা ও একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করেছে ৪৩ বিজিবির সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বিজিবির রামগড় বিওপির সুবেদার আঃ কাশেমের নেতৃত্বে বল্টুরাম নামক স্থানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৯৮ পিস ইয়াবাসহ একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোটরসাইকেল কাস্টমসে ও ইয়াবা জোন সদরে জমা করা হয়েছে যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংশ করা হবে।