সীমান্তে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক ১
![](https://southeast-asiajournal.com/wp-content/uploads/2023/05/download-1-6.jpeg)
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নির্দেশনায় এসআই আল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশমুখে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি মটর সাইকেল তল্লাশি করে ৫০০ প্যাকেট (৫০ বক্স) বিদেশি সিগারেটসহ চালককে আটক করা হয়।
এসময় পাচার কাজে ব্যবহৃত মটর সাইকেলটি (রেজিঃ নং- কক্সবাজার-ল- ১১-৬৫৪৪) জব্দ করা হয়। আটককৃত আসামি মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন মৃত ইউসুফের ছেলে শাহজালাল(২৬)।
নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মো. শাহজাহান বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।