সীমান্তে বিজিবির অভিযানে ১১ ভারতীয় অবৈধ গরু আটক - Southeast Asia Journal

সীমান্তে বিজিবির অভিযানে ১১ ভারতীয় অবৈধ গরু আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড় লেখা সীমান্তে অভিযান চালিয়ে ১১ ভারতীয় অবৈধ গরু আটক করেছে বিজিবি। গত ২৭ মে শনিবার উপজেলার লাতু বিওপির সদস্যরা এ অভিযান চালায়।

জানা গেছে, সম্প্রতি বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু ও মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু পাচারের সাথে চোরাকারবারীরা বিভিন্ন মাদকদ্রব্যও নিয়ে আসছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিব্বুল ইসলাম খানের (পিএসসি) নেতৃত্বে বিজিবির লাতু ক্যাম্পের টহল বাহিনী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল চা বাগানে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর সীমান্ত অতিক্রম করে চা বাগানের ভেতর দিয়ে চোরাকারবারীরা কয়েকটি ভারতীয় গরু নিয়ে যেতে দেখে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ১১টি ভারতীয় গরু আটক করে। এর বাজার মূল্য সাত লাখ অনুমান করা হচ্ছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিব্বুল ইসলাম খান জানান, বিকেলে আটক গরুগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।

You may have missed