কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার - Southeast Asia Journal

কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো: রাসেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১লা জুলাই শনিবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

এই সময় মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় পুলিশ।

এ সময় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে আসলে পুলিশ সদস্যরা ভ্যানটিকে থামায়। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে তাতে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ী রাসেদ মিয়াকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান বলেন, রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আসামি মো: রাসেদ মিয়া (২৫) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের ছেলে।