নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে ১১ বিজিবি।
গত ১২ জুলাই বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি কলেজ গেইট মার্কেটের ক্ষতিগ্রস্তদের এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমন্ডার ও লে. কর্নেল রেজাউল করিমের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ৭টি দোকানের ব্যবসায়ীদের মাঝে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ শেষে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং আরো যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় ১১বিজিবি’র অধিনায়ক ও জোন কমন্ডার লে. কর্নেল রেজাউল করিম স্যারের পক্ষ থেকে করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদার বিল্লাল হোসেন ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।