পাহাড়ে পাহাড়ী-বাঙ্গালী সংঘাত নয়, সম্প্রীতি চাইঃ দীপঙ্কর তালুকদার
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে কোন ধরণের সংঘাত নয়, বরং সম্প্রীতি ধরে রাখতে হবে মন্তব্যে করে রাঙ্গামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার বলেছেন, “আমরা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন চাই, জনগনের গনতান্ত্রিক রাজনীতি করার অধিকার চাই। আমরা এখানে সশস্ত্র সন্ত্রাসীদের শাসন চাই না।
তিনি বলেন এখান পাহাড়ে একটা মহল সন্ত্রাস, সংঘাত, স্ববিরোধীতা ও হতাশার রাজনীতি করে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে।
এসময় পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন ও গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় দলীয় নেতা কর্মিদের তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার আহবান জানান তিনি
২৮ জুন শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা, উপজেলা, পৌরসভাসহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বিশেষ সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধনমনি চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফুচি মং মারমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক থোয়াই চিং মারমা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলেইমান চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান প্রমুখ।
এছাড়া সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।