পলাশপুর জোনের মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

পলাশপুর জোনের মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়।

রোববার দুপুরের দিকে স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে ১৫ বান টিন এবং নগদ ৬৬ হাজার টাকা আর্থিক অনুদানসহ সর্বমোট আনুমানিক ১ লাখ ৮৬ হাজার টাকার অনুদান প্রদান করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ।

এসময় পলাশপুর জোনের মেডিকেল অফিসার মেজর মো. সাবেরিজ্জামান, জোন স্টাফ অফিসার মোহা. দেলোয়ার হোসাইন, জুনিয়র কর্মকর্তাগণ, জোনের অন্যান্য পদবীর সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

You may have missed