খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুর-জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করল খেদাছড়া ব্যাটালিয়ন - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুর-জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করল খেদাছড়া ব্যাটালিয়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুর-জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকা‌লে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর আওতাধীন সকল বিওপি/ক্যাম্পের পুকুর-জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

ব্যাটালিয়ন সদরের আওতাধীন পুকুর ও জলাশয়ে মোট ১২ হাজার ১শ টি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৩ উদ্বোধন করেন খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ।

এসময় ব্যাটালিয়নের মেজর মো. সাবেরিজ্জামান, মেডিকেল অফিসারসহ ব্যাটালিয়নের অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জুলাই হতে ৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত মৎস্য সপ্তাহ হিসেবে পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

You may have missed