সুদানে আরএসএফ অবস্থানে সেনাবাহিনীর হামলা - Southeast Asia Journal

সুদানে আরএসএফ অবস্থানে সেনাবাহিনীর হামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর অবস্থানে বিমান বোমা হামলা চালিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী। গত এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্রাসাদ দখলে রেখেছে।

সেনাবাহিনী রাজধানী খার্তুমে সাঁজোয়া ইউনিট কমান্ডের কাছে অবস্থানরত আরএসএফ বাহিনীর ওপর রবিবার হামলাটি হয়। এদিন আরএসএফ-এর অন্য দুটি ঘাঁটি ওমদুরমান এবং বাহরি শহরেও হামলা হয়।

সুদানের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, রাজধানীর দক্ষিণ অংশে আর্মার্ড ইউনিট কমান্ডের কাছে আরএসএফ অবস্থানে হামলায় কয়েক ডজন আরএসএফ সদস্য নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ১০টি সামরিক যান।

সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ১০০ দিনেরও বেশি সময় ধরে তীব্র সংঘর্ষ চলছে। তবে সংঘাত সবচেয়ে বেশি হচ্ছে রাজধানী খার্তুমের আশেপাশের কৌশলগত এলাকাগুলোতে।

১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছনে ৩ হাজারের বেশি মানুষ। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৪০ লাখ সুদানি।