মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিল কুকিরা - Southeast Asia Journal

মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিল কুকিরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে মণিপুরে সমর্থন প্রত্যাহার করেছে কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ)।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে হিন্দুপ্রধান মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকিদের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিজেপিদলীয় বীরেন সিং সরকার থেকে তারা সমর্থন প্রত্যাহার করেছে। গত তিন মাসের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০০ লোক নিহত হয়েছেন।

কেপিএর প্রধান তংমাং হাউকিপ মণিপুর রাজ্যের গভর্নরকে লেখা এক চিঠিতে বলেন, ‘বর্তমান সহিংসতা পরিস্থিতি সতর্কভাবে বিবেচনা করে আমরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বর্তমান মণিপুর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছি।’

এর আগে কুকি নেতারা ঘোষণা দিয়েছেন, জাতিগত দাঙ্গার কারণে ২১ আগস্ট থেকে শুরু হওয়া মণিপুর রাজ্যের অধিবেশনে তাদের এবং সমমনা বিধায়কদের যোগদানের সম্ভাবনা কম।

চূড়াচাঁদপুরের বিজেপিদলীয় বিধায়ক এল এম খাউত বলেছেন, ‘বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আসন্ন অধিবেশনে আমার পক্ষে যোগদান সম্ভব হবে না।’ জাতিগত দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চূড়াচাঁদপুর জেলা।

খাউত আরও বলেন, সহিংস পরিস্থিতি এবং কুকিদের আলাদা প্রশাসনের দাবির প্রস্তাব বাস্তবায়নের অভাবের কারণে জাতিগত কুকি-জোমি-হামর বিধায়কেরা আগামী অধিবেশনে নাও যোগদান করতে পারেন।

৬০ সদস্যের মণিপুর বিধানসভায় জোটের সমর্থনসহ বিজেপির ৩৭, কুকি-জোমি জোটের ১০ ও কংগ্রেসের ৫ বিধায়ক রয়েছেন।