খাগড়াছড়িতে অতি বৃষ্টি ও বন্যার কারনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ৪৩ বিজিবি
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার লাচারীপাড়া এলাকায় অতি বৃষ্টি ও বন্যার কারনে ক্ষতিগ্রস্থ ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (৮ আগষ্ট) রামগড় ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ লাচারীপাড়া এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের পাহাড়ী থামি ও জামা কাপড় বিতরণ করা হয়।
৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মানবিক সহায়তা প্রদান করেন।
সহায়তা বিতরণকালে প্রধান অতিথি বলেন, রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতে রামগড় বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।
এসময় রামগড় ব্যাটালিয়েনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন নুর হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।