রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তার কাজ করতে শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে এ বিষয়টি জানানো হয়।

মিডিয়া সেল থেকে বলা হয়, কক্সবাজার এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলায় চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে।

১০ পদাতিক ডিভিশন, কক্সবাজার জেলা প্রশাসন ও অন্য সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখে দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে বলে সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়। এছাড়া রামু সেনানিবাসে দুর্যোগ মোকাবেলায় তথ্য-উপাত্তের জন্য কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উখিয়া এবং টেকনাফে ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। বেশিরভাগ ক্যাম্প পাহাড়ি জায়গায় হওয়ায় সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

গতকাল সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়।