ক্ষমতা ফিরিয়ে দিতে তিন বছর সময় নেবে নাইজারের জান্তা - Southeast Asia Journal

ক্ষমতা ফিরিয়ে দিতে তিন বছর সময় নেবে নাইজারের জান্তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিন বছরের মধ্যে দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া জান্তা নেতা জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে জেনারেল তচিয়ানি বলেন, ‘ ক্ষমতা হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত সামরিক কাউন্সিলে ৩০ দিনের মধ্যে নেওয়া হবে। তবে ক্ষমতার স্থানান্তরের বিষয়ে কোনো বিশদ পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।

তচিয়ানি বলেন, ন্যাশনাল কাউন্সিল বা নাইজারের জনগণ কেউই যুদ্ধ চায় না, নাইজার আক্রমণে পরিকল্পনাকারীদের বুঝা উচিত এটি তাদের জন্য সহজ হবে না। তিনি বলেন, ‘ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই, নাইজারের জনগণের স্বার্থে সব ধরনের আলোচনায় আমরা প্রস্তুত’।

নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল আব্দুল সালামি আবুবাকারের নেতৃত্বে ইকোওয়াস প্রতিনিধিদল জান্তার সরকারের সঙ্গে আলোচনা করে। তারা আলাদাভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন। এর আগে শুক্রবার নাইজার সফরে আসেন পশ্চিম আফ্রিকা ও সাহেলের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিওনার্দো সান্তোস সিমাওর।