রামগড় বিজিবির অভিযানে বিভিন্ন ধরণের ভারতীয় কাপড় জব্দ - Southeast Asia Journal

রামগড় বিজিবির অভিযানে বিভিন্ন ধরণের ভারতীয় কাপড় জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তে (৪৩ বিজিবি) বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি পিস, লেহেঙ্গা ও শেরওয়ানির চালান জব্দ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ভারত সীমান্তবর্তী পিলাকখাল এলাকা থেকে এসব ভারতীয় পোশাক জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচালনা করছিল।

এসময় ০৭ জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথার বস্তা ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ বিজিবি টহলদল দল বস্তাগুলো জব্দ করে।

আটকৃত বস্তার মধ্যে হতে উন্নতমানের ভারতীয় থ্রী পিস ২২৮ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৭ পিস এবং ভারতীয় শেরওয়ানী ০২পিস আটক করতে সক্ষম হয়। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।