আলীকদমে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

আলীকদমে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুস্থ পরিবারসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্রী-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে সর্বমোট ২ লাখ ৪৭ হাজার ৭ শত ২৯ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির হাসান।

এ সময় তিনি বলেন, আলীকদম জোনের পক্ষ থেকে দুস্থ পরিবার ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে।

You may have missed