খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ আগস্ট সোমবার রাতে শান্তিনগর ভাড়া বাসা থেকে ইয়াবা বিক্রিকালে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের ৩ নং পৌর ওয়ার্ড শান্তি নগর এলাকার বাসিন্দা আহম্মদ হোসেন এর ছেলে আলমগীর হোসেন ও একই এলাকার বাসিন্দা মৃত সাবের আহম্মেদ’র ছেলে মো. নজরুল ইসলাম।
আটককৃতদের আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।