খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ আগস্ট সোমবার রাতে শান্তিনগর ভাড়া বাসা থেকে ইয়াবা বিক্রিকালে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের ৩ নং পৌর ওয়ার্ড শান্তি নগর এলাকার বাসিন্দা আহম্মদ হোসেন এর ছেলে আলমগীর হোসেন ও একই এলাকার বাসিন্দা মৃত সাবের আহম্মেদ’র ছেলে মো. নজরুল ইসলাম।
আটককৃতদের আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।