সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২আগষ্ট) সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর আসাদুজ্জামান খন্দকার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২০ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক আফজাল হোসেন, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, মানিকছড়ি থানার ওসি (তদন্ত) অফিসার মোঃ আজগর আলী, গুইমারা ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ।