ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশি পাসপোর্টসহ ২ বর্মী আটক
![]()
নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি পাসপোর্টসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জব্দকৃত পাসপোর্টে আটককৃতরা নিজেদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মো. হারুণের ছেলে মো. কামাল (২৪) ও রাজবাড়ী সদর উপজেলার কান্দপুর হামদনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা (২২) বলে উল্লেখ করে। তবে তারা মিয়ানমারের মংড়ু জেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, দুপুরে (৫ জুলাই) দু’জন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। ইমিগ্রেশন করার সময় পুলিশ তাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করে। সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারা ও তাদের ভাষা সন্দেহজনক হওয়ায় পুলিশ আটক করে। পরি জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারা জানান।