সীমান্তে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রবিবার (২৭ আগস্ট) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন নাফনদে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সদর ইউনিয়নের নাজির পাড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে ঢুকতে পারে এমন গোপন খবর বিজিবির কাছে পৌঁছে।
এ খবরের ভিত্তিতে বিজিবির দুটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল ছয়জন ব্যক্তিকে একটি পলিথিনের বস্তা কাঁধে দেশের অভ্যন্তরে আসতে দেখে। এসময় বিজিবি টহল দল তাদের থামার সংকেত দিলে তারা কাঁধে থাকা বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে চার লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।