রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী - Southeast Asia Journal

রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে আর্ত মানবতার সেবায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গতকাল সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় লংগদু জোনের অন্তর্গত ভাইবোনছড়া এলাকায় লংগদু জোন কর্তৃক ৩ শতাধিক পাহাড়ী-বাঙালি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষুধ বিতরণ এবং স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়।

এসময় স্থানীয় ভুক্তভোগীরা লংগদু জোন কর্তৃক এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।