বান্দরবান সীমান্তে দেড়লাখ টাকা মুক্তিপণে এক শিক্ষার্থীর মুক্তি - Southeast Asia Journal

বান্দরবান সীমান্তে দেড়লাখ টাকা মুক্তিপণে এক শিক্ষার্থীর মুক্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি সীমান্তে দেড়লাখ টাকা মুক্তিপণে এক শিক্ষার্থীর মুক্তি ‍দিয়েছে সন্ত্রাসীরা।

গত ২৮ আগস্ট সোমরার রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি ডাকঘরের পাশে তাকে ছেড়ে দেয়া হয়।

অপহৃত আবু তাহেরের ছেলে মোহাম্মদ তারেক স্থানীয় গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি ছাত্র, সে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, গত ২৬ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ছেলেকে ১ দল অপহরণকারী সিএনজিতে তুলে নিয়ে যায় টেকনাফ রাহারছড়া পাহাড়ে । অপহরণকালে তার ছেলের মুখে টিস্যু চেপে বেহুশ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায় অপহরণকারীরা।

গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল বলেন, বর্তমানে মানবপাচার ভয়াবহ আকার ধারণ করেছে। তার ইউনিয়ন থেকে অন্তত ২ শতাধিক যুবক মানবপাচারের স্বীকার। যাদের একটি অংশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা মাধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছে। কিছু মিয়ানমারে জেলে। বাকি সবাই বাংলাদেশের টেকনাফ পাহাড়ে বা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেছে বলে জানা যায় ।