কক্সবাজারে গুলিসহ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

কক্সবাজারে গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সদস্যরা।

গত ২৮ আগস্ট সোমবার রাতে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত দোস্ত মোহাম্মদ উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।