বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন এবং এ নিয়ে সরকারের সাথে আলোচনা জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকা এসেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ।
জানা গেছে, সফরের প্রথম দিনে গতকাল ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকালের ফ্লাইটে তিনি কক্সবাজার যান। আজ রবিবার বিকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাটাবেন। সেখানে মালয়েশিয়ার সরকার পরিচালিত ফিল্ড হাসপাতাল ও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ছাড়াও বাস্তুচ্যুতদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রোহিঙ্গা সঙ্কটসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিস্ট বিষয়ে আলোচনা করবেন।