ভারত-কানাডার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার, দ্বন্দ্ব চরমে - Southeast Asia Journal

ভারত-কানাডার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার, দ্বন্দ্ব চরমে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুইটির মধ্যে দ্বন্দ্ব এখন আরও প্রকাশ্যে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চাঞ্চল্যকর এক দাবি করেছেন। কানাডার নাগরিক ও প্রখ্যাত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার নেপথ্যে ভারত সরকারের এজেন্টদের যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগ আমাদের কাছে আছে বলে দাবি করেছেন জাস্টিন ট্রুডো। এমন দাবির পর কানাডা ইতিমধ্যে ভারতীয় একজন শীর্ষ কূটনীতিককে দেশটি থেকে বহিষ্কার করেছে। তিনি কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান ছিলেন বলে জানা গেছে। তাঁরা নাম পবন কুমার রাই।

গতকাল সোমবার পার্লামেন্টে ট্রুডো বলেছেন, কানাডার গোয়েন্দা সংস্থা হরদীপ সিং হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। তিনি আরও বলেছেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে তার সরকার সকল পদক্ষেপ নেবে। ট্রুডোর এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি ট্রুডোর এমন অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই জাতীয় উপাদানগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করা গভীর উদ্বেগের বিষয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়ে আসছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে।

এদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার ভারতে নিযুক্ত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি। কানাডার যে জ্যেষ্ঠ কূটনীতিককে ভারত বহিষ্কার করেছে, তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই কানাডীয় কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য পাঁচ দিন সময় দিয়েছে নয়াদিল্লি।

নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডীয় কূটনীতিকদের হস্তক্ষেপসহ ভারত-বিরোধী কার্যকলাপে তাঁদের জড়িত থাকার জন্য দেশটির (কানাডা) এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার উত্তর-পশ্চিমের ব্রিটিশ কলাম্বিয়ার সুপরিচিত শিখ নেতা ছিলেন হরদীপ। তিনি ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হরদীপকে ‘ওয়ান্টেড’ সন্ত্রাসী ঘোষণা করেছিল ভারত। হরদীপ হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে আগে থেকেই উত্তেজনা বেড়ে চলছিল। সবশেষ পদক্ষেপ অটোয়া-নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে নাটকীয়ভাবে তলানিতে নিয়ে গেল।

এর আগে, চলতি সপ্তাহে কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন।

কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে।