খাগড়াছড়ির রামগড় সীমান্ত হতে ভারতীয় মদ ও বিয়ার জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে আনা ২৪ বোতল মদ ও ২৩ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) রামগড় থানার অন্তর্গত মর্টারটিলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব মদ ও বিয়ার জব্দ করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর লাচারীপাড়া বিওপির সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত মর্টারটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও উক্ত স্থানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ ও ২৩ বোতল ভারতীয় বিয়ার জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। যার বাজার মুল্য আনুমানিক একচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।