রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
মানবতার কল্যাণে দুটি মসজিদ, অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়দা প্রদান করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় লংগদু জোনে উপকারভোগীদের মাঝে উক্ত অনুদানসমূহ বিতরণ করা হয়।
জানা যায়, এদিন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়িাছড়ি রিজিয়ন অধীনস্ত লংগদু জোনের আওতাধীন সোনাই কালু মাঝির টিলা জামে মনজিদের অযু খানার টিন ক্রয়ের জন্য ৮ হাজার টাকা, বাইট্টাপাড়ার অসহায় সাইফুল্লাহ সাকিবকে থ্যালেসিয়াম ও হাত ভাঙ্গার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা, পশ্চিম সোনাই তৈয়বিয়া জামে মসজিদের সৌর বিদ্যুৎ ক্রয়ের জন্য ১৪ হাজার টাকা, গাঁথাছড়ার অসচ্ছল শিক্ষার্থী হুমায়রা আক্তারকে কলেজে ভর্তি হওয়ার জন্য ৭ হাজার টাকা প্রদান করা হয়।
লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তার অর্থ তুলে দেন।
এসময় জোন অধিনায়ক জানান, লংগদু জোন শুরু থেকেই এ অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, আগামীতেও এসকল জনকল্যাণমূলক কার্যক্রম অব্যহত থাকবে।