চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্রসহ একজন আটক - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্রসহ একজন আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র ও হাসুয়াসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়ার একটি আমবাগান থেকে বুধবার রাতে অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং একটি হাসুয়াসহ আটক করা হয় তাকে।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের মো. রুহুল আমিন (৩০)।

বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারির ভারত থেকে বাংলাদেশের অবৈধ অস্ত্র পাচারের সম্ভাবনা রয়েছে। পরে সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে।

অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে।