বর্ণাঢ্য আয়োজনে সিন্দুকছড়ি জোনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক
কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে সিন্দুকছড়ি জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফার হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মঞ্জুরুল কবির, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল এএইচএম জুবায়ের, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, গুইমারা রিজিয়নের বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, জেনারেল স্টাফ অফিসার-টু মেজর মোঃ মেহেদী হাসান, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাইন উদ্দিন, গুইমারা থানার ওসি রাজিবকরসহ সামরিকপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।