কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার - Southeast Asia Journal

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।