ক্যাম্পে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

ক্যাম্পে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র,বিপুল পরিমাণ গুলি ও নগদ টাকাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন-১৪)।

মঙ্গলবার(৭ নভেম্বর) ভোরে ক্যাম্প-২০ এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার রোহিঙ্গা জাহিদ হোসাইন(৩১) ক্যাম্প-২০ এর এম-২৬ ব্লকের মৃত বদিউজ্জামানের ছেলে।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান,”মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২০ এর এম-২৬ ব্লকে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা যুবক জাহিদ হোসাইন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,১০টি রাইফেলের গুলি, ৪টি রাউন্ড অকেজো গুলি উদ্ধার করা ছাড়াও তার কাছ থেকে ১লাখ ৪২হাজার ৩শ ৪০টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।