১৭ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল!
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটির জুড়াছড়িতে টানা ১৭ দিন বিদ্যুৎ না থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী, সেই সাথে বিদ্যুৎ বিল বয়কটের ঘোষণাও দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গনে বক্তারা বিল বয়কটের এ ঘোষনা দেন।
এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের যোগসাজসে জুরাছড়ি উপজেলার অনেক অবৈধ লাইন রয়েছে। এই অবৈধ বিল দিতে হয় সাধরণ গ্রাহকদের তাই অবৈধ লাইন বিছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রতি আহব্বান করেন।
পরে উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বনযোগী ছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।