নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার - Southeast Asia Journal

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙামাটি পার্বত্য আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার বরাবরে সশরীরে আবেদনপত্র জমা দেন তিনি।

আবেদনপত্র জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।

রাঙামাটি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চার জন প্রার্থী রয়েছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। ২০১৪ সালে নির্বাচিতও হন। এবার নৌকার সঙ্গে এই প্রার্থীর জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছিলেন স্থানীয় ভোটাররা।