নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তিনটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

১৭ ডিসেম্বর রোববার দুপুরে বদলগাছী উপজেলার মিঠাপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে লাকী টাইগার্স’র আয়োজনে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সৌজন্যে ২৬ পদাতিক ব্রিগেডের ব‍্যবস্থাপনায় কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুজ্জামান।

সেনাবাহিনী কর্তৃক জানানো হয়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর,আধাইপুর এবং মথরাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে ৫৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে সংস্থাটি।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।