রাঙামাটির বিলাইছড়ি জোন কর্তৃক বড়দিন উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

রাঙামাটির বিলাইছড়ি জোন কর্তৃক বড়দিন উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়ন” এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির দূর্গম পাহাড়ের বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে বড়দিন উপলক্ষ্যে উরাছড়ি ত্রিপুরা পাড়া ক্যাথলিক চার্চ এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিলাইছড়ি জোন কর্তৃক উরাছড়ি ত্রিপুরা পাড়া ক্যাথলিক চার্চ এর একজন প্রতিনিধি নিকট মোট ১০ হজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বিলাইছড়ি জোনের একজন সেনা কর্মকর্তা। উক্ত আর্থিক সহায়তা হাতে পেয়ে চার্চ কর্তৃপক্ষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিলাইছড়ি জোনের সেনা কর্মকর্তা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।