উখিয়ায় অস্ত্র সহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৫ টি মামলার পলাতক আসামি ছৈয়দ আলম নামক এক সন্ত্রাসীকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের দিক-নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েলের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার ও ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই ব্লকের সাব মাঝি ওবায়দুল হকের বসত ঘরের বারান্দা থেকে ৫ টি মামলার এজাহার নামীয় পলাতক আসামি সৈয়দ আলম (৩৪)কে গ্রেফতার করা হয়। তিনি ওই ক্যাম্পের ডি/৮ ব্লকের নুর হোসেনের ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযানে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।