রাখাইনে আরাকান আর্মির রকেট হামলায় ৩ নৌ সেনা নিহত - Southeast Asia Journal

রাখাইনে আরাকান আর্মির রকেট হামলায় ৩ নৌ সেনা নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির রকেট হামলায় ৩ নৌ সেনা নিহত হবার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরের মাইবন নদীতে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রকেট হামলায় মিয়ানমার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং নৌবাহিনীর ২ জন ক্রু নিহত হয়েছেন।

নিহত ক্যাপ্টেনের নাম হলো সোয়ে হতেত অং, সে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এ কর্মরত ছিলো। ময়নাতদন্তের জন্য নিহত তিন জনের মরদেহ কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা যায়।

আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ অনান্য অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর জাহাজে করে সেনাবাহিনী আসছে এই অঞ্চলে।

তবে আরাকান আর্মির দাবি অনুযায়ী, রকেট হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন।