থানচিতে সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে থানচির বাকলাইপাড়া সাব জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
বাকলাই পাড়া, শিবলোম্বি পাড়া, থানদুই পাড়া এবং প্রাতাপাড়ার মোট ৬৫ টি পরিবারের শতাধিক সদস্যদের মাঝে এদিন শীতবস্ত্র বিতরণ করা হয়। অপরদিকে দুলাচরণ পাড়ার উপাসনালয় পুনঃনির্মাণের জন্য ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পক্ষ থেকে ৮০ হাজার টাকার টিন বিতরণ করা হয়।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এমন কর্মসূচিতে এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতবস্ত্র, চিকিৎসা সেবা এবং মানবিক প্রদান অনুষ্ঠানে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সাব জোনের এগুলোতে বসবাসরত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।