১১ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ করল কোস্ট গার্ড - Southeast Asia Journal

১১ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ করল কোস্ট গার্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ধানের বস্তা নিয়ে যাচ্ছিল দুটি ট্রাক। বস্তার নিচের লুকিয়ে রাখা হয় চোরাই ভারতীয় পোশাক। কৌশলে এভাবে চোরাই পণ্য পরিবহনের সময় বরিশাল নগরীতে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ করেছে কোস্ট গার্ড।

বরিশাল-কুয়াকাটা সড়কে নগরীতে প্রবেশমুখ শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড দুটি ট্রাক আটকের পর চোরাই পোশাক উদ্ধার করেছে।

তবে কাউকে আটক করতে পারেনি তারা।

কোস্ট গার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লে. আখতার জানান, ট্রাকে চোরাই পোশাক পরিবহনের খবর পেয়ে সেতুর টোল প্লাজায় কোস্ট গার্ড আগে থেকে অবস্থান নেয়। এ সময় পটুয়াখালীর দিক থেকে ধানবোঝাই দুটি সন্দেহভাজন ট্রাক সেতু পার হয়ে নগরীতে প্রবেশ করছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে চালকসহ অন্যরা পালিয়ে যান।

পরে ট্রাক দুটি কোস্ট গার্ডের স্টেশন অফিসে নিয়ে আসা হয়। ধানের বস্তার নিচ থেকে শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গাসহ ১৯ প্রকার ভারতীয় পোশাক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১০ কোটি ৭৮ লাখ ৫০০ টাকা।

তিনি আরো জানান, বছরখানেক আগেও একই স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সাগরতীরের জেলা পটুয়াখালী ও বরগুনাকে নতুন রুট হিসেবে ব্যবহার করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।