১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন - Southeast Asia Journal

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন আওতাধীন খাগড়াছড়ি সদর জোন (অনন্য ত্রিশ)। দিবসটি উপলক্ষে প্রীতিভোজেরও আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর জোন মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুল হাসনাত জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের খাগড়াছড়ি ডেট কমান্ডার লেঃ কর্নেল মাহবুবুর রহমান, রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম প্রমুখ।

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন

এসময় সামরিক পদস্থ কর্মকর্তা, বিজিবি ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা এবং সংবিধান রক্ষার আত্মপ্রত্যয়ে উজ্জীবিত ও আত্মত্যাগের মহিমায় উদ্দীপ্ত বিজয়ী সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (অনন্য ত্রিশ) তাদের অধিনস্ত এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক, প্রশিক্ষণ ও খেলাধুলায় সফলতা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।