চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে উপজাতি সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে উপজাতি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে উপজাতি সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের পাহাড়ি এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক উপজাতি সন্ত্রাসী আটকের খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ২ নম্বর বৈতরণী গ্রামের এ ঘটনা ঘটে। আটক ওই পাহাড়ির নাম মংশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র জানায়, সকালে পাহাড়ি কয়েকজন সন্ত্রাসী বৈতরণী এলাকায় চাঁদা নিতে আসে। এ সময় এলাকায় লোকজন তাদের ধাওয়া করলে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধরা তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে একজনকে আটক করে।

চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে উপজাতি শান্তিবাহিনীর লোকজন চাঁদাবাজি করার জন্য পুরানগড়ের বৈতরণী এলাকায় আসে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মসজিদে মাইকিং করে এলাকার লোকজন জড়ো হয়। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে থাকা একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই পাহাড়ি নিজেকে শান্তিবাহিনীর সোর্স বলে পরিচয় দিচ্ছেন।’

ওসি প্রিটন সরকার আরো বলেন, পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।